Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ওয়াল্ড নিম্বার্ক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে অনুদান প্রদান

SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ ওয়াল্ড নিম্বার্ক পরিষদের প্রতিষ্ঠাতা ও আচার্য্য এবং অখিল ভারতীয় নিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়ের প্রাণপুরুষ ও ভারতের কুম্বমেলার শ্রীমহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজের হবিগঞ্জে শুভ আগমন উপলক্ষে বাৎসরিক মহোৎসবের গতকাল শনিবার (দ্বিতীয় দিনে) সকাল ৮ ঘটিকায় দীক্ষাদান অনুষ্ঠান, বেলা ১.৩০ মিনিটে মহা প্রসাদ বিতরণ, বিকাল ৪ ঘটিকায় উদয়স্ত নাম-সংকীর্ত্তণ সমাপ্তে শুভ সন্ধ্যা আরতি, সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রী শ্রী মহাপ্রভূ আখড়ায় হবিগঞ্জ ওয়াল্ড নিম্বার্ক পরিষদ এর উদ্যোগে হবিগঞ্জ ওয়াল্ড নিম্বার্ক পরিষদের উপদেষ্ঠা সুখলাল সুত্রধরের সভাপতিত্বে ও সুধাংশু সুত্রধরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড নিম্বার্ক পরিষদের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, তাঁর সফল সঙ্গী কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মধু মঙ্গল দাস কাটিয়া বাবাজী।
উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সুজিত রায়, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির লাল দাস সবুজ, সাধারণ সম্পাদক দুলাল সুত্রধর, হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
পরে গুরুজী ড. বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবাজী প্রবচন পাঠ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৮ ঘটিকায় ঘাটিয়া বাজারস্থ স্বর্গীয় ক্ষেত্রমোহন সুত্রধরের বাসভবনে দীক্ষাদান অনুষ্ঠিত হবে।