Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতি বছররে ন্যায় এবারও নবীগঞ্জ উপজলোর বাউসা ইউনয়িনরে ঐতহ্যিবাহী সামাজকি সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদরে আয়োজনে সফলভাবে সম্পন্ন হয় ৪র্থ মেধা-বৃত্তি পরীক্ষা ২০১৯। গতকাল শুক্রবার মেধা বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী নবীগঞ্জ উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতষ্ঠিানের ৫ম, ৮ম, ও দশম শ্রেণীর প্রায় ২’শ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন করেন বাউসা ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজরে নেতৃবৃন্দ। এ পরীক্ষায় অংশ নিয়ে লাল সবুজ কল্যাণ পরিষদে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন দক্ষিণগাও ইনামবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামিন আহমেদ, প্রত্যয় আইডিয়াল স্কুলের মোছাঃ মরিয়ম আক্তার, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ের নিধীর সুত্রধর। এছাড়া ও সাধারণ বৃত্তিতে উত্তীর্ণরা হলেন, বাঁশডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরব সুত্রধর, নাদামপুর মির্জা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐশি মোল্লা চৌধুরী, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের হোসাইন আহমেদ সাহান, প্রত্যয় আইডিয়াল একাডেমির মোছাঃ তান্নি আক্তার, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ঘ্য আচার্য্য শাওন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বর্না ধর, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিহা আক্তার রাহা, শাহ তাজ উদ্দিন কেজি স্কুল থেকে ইসমাইল আহমেদ, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাফিসা তাবাসসুম, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালিদ ইবনে শাহাদাত, প্রত্যয় আইডিয়াল একাডেমির মুহিন মিয়া, আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কারিমা বেগম, রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা বেগম নোভা, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐর্শী রায়, প্রাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ সাদিয়া খানম মিলি, তাজিয়া মোবাঃ আলিয়া মাদরাসা মোঃ রেদুয়ান আহমেদ, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের অনিক দেব। ফল প্রকাশ উপলক্ষে আগামী ১১ জানুয়ারী চৌধুরী বাজার প্রাঙ্গণে বিকেল আড়াইটায় লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার সিলেট মুহাম্মদ আবদুল ওয়াহাব। উক্ত অনুষ্ঠানে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিবাবক ও নবীগঞ্জ উপজেলার সর্ব সাধারণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।