Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ মাদক এর ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে, যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে, মাদক হচ্ছে সমাজ নষ্ট করার হাতিয়ার, এর বীজ উপড়ে ফেলতে হবে, ইতিমধ্যে মাদক, জুয়াসহ এর সাথে জড়িতদের তালিকা তৈরী করা হচ্ছে, তালিকা তৈরীর পর যাচাই বাছাই শেষে এদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। গতকাল বানিয়াচং উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার একথাগুলো বলেন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, রেখাছ মিয়া, মোঃ এরশাদ আলী, বিপূল ভূষন রায়, মাওলানা আতাউর রহমান, মানবজমিন প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া প্রমূখ।