Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে একটি মাদকাসক্তি মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে ব্যাপক গনসচেতনতা সৃষ্টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এই শ্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার সেকেন্ড অফিসার আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের রোভার স্কাউট সম্পাদক মোঃ আমিনুর রহমান সোহেল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের রোভার স্বেচ্ছাসেবক আকরামুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। এ রোগ থেকে আমাদের সমাজকে বাচাঁতে বর্তমান। সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি বলেন, শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত প্রথম উপজেলা হিসেবে আমারা ঘোষনা করতে চাই। এ জন্য আমরা ও পুলিশ সবধরনের ব্যবস্থা গ্রহন করেছি।