Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জহিরুল ইসলাম সোহেলের নেতৃত্বে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সোহেলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নবীগঞ্জ শেরপুর রোড শুভেচ্ছা কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, যুক্তরাষ্ট্র জাসাসের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ শাওন। জানুয়ারি মাসের এই প্রথম দিনে বুধবার প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে র‌্যালিটি নবীগঞ্জ শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় ম্লোগানে মুখরিত হয় পুরো নবীগঞ্জ শহর। প্রতিষ্টা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা কপিল আহমদ, আল-আমীন চৌধুরী, ফরহাদ হাসান বাবু, মোঃ সুমন মিয়া, ফরহাদ আহমেদ, শফিকুল ইসলাম জুনেদ, রাকিব আহমেদ, রাহেল আহমেদ, সুহেদ মিয়া, সাইফুর রহমান (বাবু), জুলন আহমেদ, শিপন মিয়া, রুবেল আহমেদ, জামিল আহমেদ, কাশেম মিয়া, লিটন আহমেদ, মোঃ নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সোহাগ আহমেদ, জাসেদ মিয়া, প্লাবন আহমেদ, সেলু আহমেদ, নুরুল আমীন, বশির আহমেদ তুষার, সালেহ আহমেদ, হুমায়ূন রশিদ, জুনাঈদ আহমেদ, সাদ্দাম হোসেন, মকবুল হোসেন, সুয়েব আহমেদ, মামুন মিয়া, জাকারিয়া আহমেদ, জানু আহমেদ, মুসা আহমেদ, ফয়সল আহমেদ, মৌলেদ মিয়া, জাহেদুল ইসলাম, ফাহিম আহমেদ, ওয়াকিল আহমেদ, জসিম উদ্দিন, জাহাঙ্গির মিয়া, আখলাকুর রহমান, মোঃ আলম, শুভ পাল, আকিকুর রহমান, মুরাদ আহমেদ, পিয়াস মিয়া, মামুন আহমেদ, তানবির তন্ময়, নাজু আহমেদ, অন্তর, আরিফ দেওয়ান, ঝিনুক। এ সময় বক্তারা প্রথমেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে বক্তরা বলেন, অন্যায়ভাবে রাজনৈতিক নীলনকশা বাস্তবায়ন করতে দেশের মানুষের সাথে প্রতারণার মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তরা আরো বলেন, দখলদার রাজত্ব কায়েম করে কোন স্বৈরাশাষক ঠিকে থাকতে পারেনি আওয়ামীলীগও পারবে না। র‌্যালি ও আলোচনা সভা শেষে ৪১তম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাঁটা হয়।