Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পিবিআই উদ্যোগে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজি নববর্ষ ২০২০ উপলক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্যোগে আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত পিবিআই জেলা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল দ্বৈত খেলে বিজয়ী হন এসআই রউফ ও কনস্টেবল শাখাওয়াত। রানার্সআপ হন পুলিশ পরিদর্শক মোঃ শাহাজাহান ও কনস্টেবল মামুন। ৩য় স্থান অর্জন করেন এএসআই এনামুল ও কনস্টেবল শরীফ আহমেদ। খেলায় প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কনস্টেবল শাখাওয়াত। টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক মোঃ মোকতাদির হোসেন (পিপিএম)। খেলা শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের পিবিআইয়ের হবিগঞ্জের দায়িত্ব অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোঃ কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণীয় প্রধান অতিথি ছিলেন পিবিআইয়ের সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার কার্যকরি সভাপতি রোটারিয়ান মোঃ আবুল কাশেম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বর্তমান দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী, প্রেসক্লাবের কার্যকরি সদস্য পাবেল খান চৌধুরী, মোঃ ছানু মিয়া ও ফয়সল চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সুরমা চা বাগানের ম্যানেজার মোঃ আবুল কাশেম, দেওয়ান আব্দুল মোতালেব মতিন, পুলিশ পরিদর্শক শরীফ মোঃ রেজাউল করিম প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিবিআইয়ের সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির বলেন, খেলাধুলা মানুষ মান মানুষিকতা বিকাশ করে। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভাল থাকে, তেমনি খেলোধুলা যারা জড়িত থাকেন তারা অপরাধে সাথে জড়িত হন না। তাই প্রত্যেকের খেলাধুলা করা উচিত। পরে অতিথিবৃন্দ ১ম, ২য় ও ৩য় স্থানকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে নৈশভোজে অতিথিবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিআইয়ের পুলিশ পরিদর্শক মোঃ মোকতাদির হোসেন (পিপিএম)।