Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নতুন বছরে নতুন বই ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার সকল প্রাথমিক ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিভিন্ন স্কুল প্রাঙ্গন। উদ্দেশ্য নতুন বই পাওয়া। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও ছিল বেশি। ক্ষুদে শিক্ষার্থী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরাও পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছেন নবীগঞ্জ জে.কে মডেল হাই স্কুল ও নবীগঞ্জ আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিশু কিশোর একাডেমি, শাকুয়া সরকারী প্রাথমিক মাঠে। গতকাল বুধবার নতুন বছরের শুরুতে সকাল ১১টায় সারা দেশের ন্যায় নবীগঞ্জেও বিনা মূল্যে বই বিতরন করা হয়। নতুন বছরের প্রথম দিনেই প্রধান অতিথি থেকে কোমলমতি শিশুদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বই তুলে দিয়ে এই বই বিতরন উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন- নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক খান, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পজিপ কর্মকর্তা সাকিল আহমদ, ওহি দেওয়ান চৌধুরী। আাদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলী আমজদ মিলনের পরিচালনায় ও সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান নবাব। উপজেলা শিশু শিক্ষা একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বনিক, শাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় ও বিধূ ভূষনের সভাপতিত্বে বই বিতরন অনুষ্টান অুষ্টিত হয়। এছাড়া উপজেলার প্রত্যাকটি স্কুলে নতুন বই বিতরন হয়।