Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জেএসসি পরীক্ষায় সোনার বাংলা মডেল হাই স্কুলের কৃতিত্ব

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল থেকে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় ২টি এ প্লাস, ৪টি এ, ২টি এ মাইনাস পয়েন্ট নিয়ে শতভাগ সফলতা দেখিয়েছে সোনার বাংলা মডেল হাইস্কুল। ওই ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে ওই প্রতিষ্ঠান। একমাত্র সোনার বাংলা মডেল হাইস্কুল ছাড়া আর কোন প্রতিষ্ঠান এ প্লাসের কৃতিত্ব দেখাতে ব্যর্থ হয়।
বিদ্যালয় সূত্রে প্রকাশ, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা মডেল হাইস্কুল প্রাথমিক শাখায় প্রায় নিয়মিত স্কলারশীপ ছাড়াও জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ কৃতিত্ব দেখিয়ে আসছে। এবারের জেএসসি পরীক্ষায় সমাজ ও বিশ্ব পরিচিতি বিষয়ে খারাপ রেজাল্ট (এ গ্রেড) পাওয়ায় আরো ৪টি এ প্লাস থেকে বঞ্চিত হয় সোনার বাংলা মডেল হাইস্কুল। এনিয়ে বিদ্যালয়ের তরফ থেকে চার শিক্ষার্থীর ফলাফল চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক সাংবাদিক এম এ বাছিত বলেন, বর্তমান গ্রেডিং পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় আমাদের অঙ্গীকার ছিল এ গ্রেড নিয়ে শতভাগ ফলাফল অর্জন। শতভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাইস্কুল শাখায় চমকপ্রদ ফলাফলের পাশাপাশি পিইসি পরীক্ষায়ও ৭টি এগ্রেড নিয়ে শতভাগ সফলতা দেখিয়েছে সোনার বাংলা মডেল হাইস্কুল।