Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করাব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আমেনা বেগম বিজয়ী

আবুল কাসেম, লাখাই থেকে ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমেনা বেগম (মোরগ প্রতীক) নিয়ে ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান (ফুটবল প্রতীক) নিয়ে পান ৩০৮ ভোট। এছাড়াও দিদার হোসেন (তালা প্রতীক) নিয়ে পান ২৪৯ ভোট। হেলাল মিয়া (ভ্যানগাড়ী) নিয়ে পান ১৭২ ভোট। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও করাব ইউপি উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিপুল সংখ্যাক আইন শৃংখলা বাহিনীর সদস্য শান্তিপূর্ণ ভোট গ্রহণের নিমিত্তে নিয়োজিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ নির্বাচনের নিমিত্তে প্রত্যেকটি কেন্দ্রে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসার ১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিল ও র‌্যাবের নেতৃত্বে টহল ব্যবস্থা ছিল লক্ষনীয়। উক্ত ওয়ার্ডে মোট ভোটার ১৫৩৬ জন। কাষ্টিং ভোট ১১৩৮টি, বাতিল ভোট ১৫টি। ৭৪.০৯% ভোট কাষ্টিং হয়েছে।