Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের করগাঁওয়ে কোরআন শিক্ষা ট্রাস্টের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও কোরআন শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত রবিবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাওঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী। এ বছরের পরীক্ষায় কোরআন শরিফ খতম করেন ৩ জন, কোরআন শরীফে সবক নেন ২০ জন, আমপারাতে সবক নেন ২৯ জন ও কায়দায় সবক নেন ১৫ জন শিক্ষার্থী। ট্রাস্টের পক্ষ থেকে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উক্ত ট্রাস্টের সাধারণ সম্পাদক হাজী তাহের মিয়া তার বক্তব্যে বলেন, এই ট্রাস্ট গঠন করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন সহীহ্ শুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা দেয়ার জন্যে। যাতে নামাজ আদায় করার সময় ক্বেরাত সহীহ্ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। কোরআনের খেদমত করে এই ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তিনি উক্ত ট্রাস্টের কার্যক্রম অব্যাহক রাখতে সবার দোয়া কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে ট্রাস্টের কোষাধ্যক্ষ নোমান চৌধুরী, হাফিজ মাওঃ মিজান, মুয়াজ্জিন হাফিজ নুর উদ্দিন, হাজী অলি মিয়া, মিজাজ মিয়া, আব্দুর রউফ মিয়া, জেবু মিয়া, মাসুম আহমদসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।