Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাম গণতান্ত্রিক জোটের কালো দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও, জনগণের সংগ্রামী ঐক্য জোরদার কর, বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল। ভোট ডাকাতির এক বছর ৩০ ডিসেম্বর কালো দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে শহরে কালো পতাকার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বারের সিনিয়র আইনজীবী সিপিবি নেতা এডঃ মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, ডাঃ সুনিল রায়, মোঃ লোকমান আহমেদ, সাহেব আলী, রনজিৎ সরকার, আহাদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, এই সরকার অবৈধ। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেনি। তাই তারা দূর্নীতি ও লুটপাটকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আইন শৃংখলা বাহিনীর উপর ভর করে টিকে আছে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পেয়াজ, চালসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের খরচের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না, পাটকল শ্রমিকরা বেতন পায় না, অথচ সরকারের আমলা মন্ত্রীরা বিলাস বহুল জীবন যাপনে ব্যস্ত। শেখ হাসিনা মেডিকেল কলেজে দূর্নীতি প্রমাণিত হলেও অপরাধীরা এখনও আইনের আওতায় আসেনি। তাই হবিগঞ্জবাসী ঐক্যবদ্ধ হতে হবে। বামপন্থীদের সাথে রাজপথে সংগ্রাম করতে হবে। তাই লড়াই সংগ্রামের জন্য তৈরী হওয়ার আহবান জানানো হয়।