Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধ নিস্পতি করলেন রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কলিমনগর-চরহামুয়া গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধ নিস্পতি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। তিনি গতকাল তার কার্যালয়ে উভয় পক্ষে পক্ষ নিয়ে সমঝোতা বৈঠকে বসে এ বিরোধ নিস্পতি করেন। পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর-চরহামুয়া গ্রামের মৃত আব্দুল জলিল এর পুত্র হাজী আব্দুল আওয়ালের নিজের জমি-জমা তার ১ম স্ত্রী ছেলে আব্দুল বারিক, মোঃ হারুন মিয়া ও মোঃ জয়নাল মিয়াগনরা জোর পূর্বক দখল করে রাখেন এবং তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করছেন তারা। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারের কাছে করেন অভিযোগ করেন। পুলিশ সুপার এ বিষয়টি নিস্পত্তি করতে অতিরিক্ত পুলিশ রবিউল ইসলামকে দায়িত্ব দেন। এ প্রেক্ষিতে উভয়পক্ষকে নিয়ে গতকাল স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমঝোতা বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সম্পত্তি যার যার অংশ বন্টন করার সিদ্ধান্ত গৃহিত হয়। উভয় পক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয়। এর মধ্যমেই তাদের দীর্ঘদিনের বিরোধ নিস্পতি হয়েছে এবং পিতা-পূত্রের সম্পর্ক পূনঃ স্থাপনসহ পারিবারিক সেতু-বন্ধন সৃষ্টি হয়। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।