Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ঘর বাধার স্বপ্ন পূরণ হলনা প্রেমিক যুগলের

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রেমিক যুগল পালিয়ে গিয়ে কালী মন্দিরে গিয়ে বিয়ে করে ঘর বাধার স্বপ্ন পুরণ হল না। অবশেষে পিতার মামলায় বাসর ঘর থেকে আটক হয়ে প্রেমিকের ঠিকানা হল শ্রীঘরে ও প্রেমিকার ঠিকানা হল পুলিশ হেফাজতে। এ নিয়ে উপজেলায় রসালো আলোচনার ঝড় বইছে। এ ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মিরপুরের বিহারী পুরে। স্থানীয় সুত্রে জানা গেছে, বিহারীপুর গ্রামের জনৈক্য স্কুল শিক্ষার্থী এর সাথে পরিচয় হয় মৌলভী বাজার জেলার কমলগঞ্জ জেলার চাপারাই গ্রামের আলাবীতংসা পুত্র বিশ^জিৎ তাংসার। সে দীপালির বাড়ির পাশে একটি হেচ্যারী কোম্পানীতে সুপারভাইজার হিসেবে চাকরি করত। গত ৩ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি দীপালীর পরিবার আঁচ করতে পেরে বাধা হয়ে দাড়ায়। অবশেষে ঘর বাধার আশার সম্প্রতি তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে শ্রীমঙ্গল কালী মন্দিরে মালা বদল করে বিয়ে করে গত বুধবার বাড়িতে যায়। এদিকে, কন্যাকে হারিয়ে দীপালীর পিতা বাহুবল থানায় বিশ^জিৎ এর উপর একটি অপহনের মামলা দায়ের করে। বাহুবল থানার এসআই সেলিম হোসেন গত বুধবার রাতে বিশ^জিৎ এর বাড়িতে অভিযান চালিয়ে ফুল শয্যা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার প্রেমিককে কারাগারে প্রেরন করলেও প্রেমিকাকে পুলিশ পাহারায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ওসি জানান, ধারনা করা হচ্ছে ঘটনাটি প্রেম সংগঠিত। কিন্তু পিতার অভিযোগে বিশ^জিৎকে গ্রেফতার করা হয়েছে। দীপালীকে ডাক্তারী পরিক্ষা করার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।