Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে মিটার না দেখেই বিদ্যুৎ বিল তৈরি ॥ দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পিডিবির গ্রাহক সংখ্যা ৩১ হাজার। এর মধ্যে ১৬ হাজার গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন। কিন্তু এসব গ্রাহকদের কাছে যাচ্ছেন না রিডাররা। তারা মিটার না দেখেই মনগড়া বিল তৈরি করেন। এতে অতিরিক্ত বিল দিতে হচ্ছে গ্রাহকদের। বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিডিবি অফিসে অভিযান চালান। দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়া জানান, বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ ও কর্মকর্তাদের বক্তব্য শোনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হবে। শহরের মোহনপুর এলাকার রায়হান চৌধুরী জানান, তার বোনের বাসায় চারটি মিটার ব্যবহার করা হয়। কিন্তু কোনো মাসেই রিডার যান না। মনগড়া বিল দেয়া হয়। মিটারে যে রিডিং আছে তার দ্বিগুন বিল এরই মধ্যে দেয়া হয়েছে। শহরতলীর বহুলা গ্রামের জাকারিয়া জানান, তার এলাকায় পিডিবির লাইন থাকলেও সেগুলো উন্নতমানের নয়। পাশাপাশি গ্রাহকদের মিটার না দেখেই মনগড়াভাবে বেশি বিল করা হচ্ছে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বিদেশ থাকায় ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান। তিনি এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন না বলে জানান।