Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে এ্যাপস এর মাধ্যমে আমন সংগ্রহে লটারীতে কৃষক বাছাই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় সরকারী গুদামে আমন ধান সংগ্রহের জন্য কৃষক বাছাই করা হয়েছে লটারীর মাধ্যমে। মোবাইল এ্যাপস এর মাধ্যমে আবেদন করা হলে কম্পিউটারেই হয় লটারী। প্রথম দিকে কিছুটা ত্রুটি দেখা দিলে মঙ্গলবার বিকেলে সম্পন্ন করা হয় এই লটারীর।
হবিগঞ্জ জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ৯৬৭জন নিবন্ধন করেন। ১ হাজার ৬৪ মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য মোবাইল এ্যাপস এ আবেদন আহ্বান করলে আবেদন আসে ১ হাজার ৪৯৬টি। পরে তিন ক্যাটারীর কৃষকদের মাঝে লটারী হয়। লটারীতে ৮০৪ জন কৃষক সুযোগ পান ধান সরবরাহ করার জন্য।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে যখন লটারীর সকল আয়োজন সম্পন্ন করা হয় তখন দেখা দেয় জটিলতা। শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নামে এ্যাপস এর সফটওয়ারে থাকায় সেখানকার ১৬ জন কৃষকও আবেদন করেন। পরে সেই নামগুলো বাদ দিতে গিয়ে বিকেলে হয় লটারী।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, হবিগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামানসহ বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তারা।