Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কলেজ শিওর ক্যাশে নানা অনিয়মের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ২য় বর্ষের শিওর ক্যাশে রেজিষ্টেশন ফি ও বেতন দেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিওর ক্যাশে জটিলতা ও নানা অনিয়মের অভিযোগ এনে গত শনিবার ২১ ডিসেম্বর দুপুরে শিক্ষার্থীরা কলেজ স্টাফদের অফিস থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের অভিযোগের বিষয় নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন কলেজের শিক্ষকবৃন্দ। জানা যায়, গত বুধবার থেকে শুরু হয় ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার জন্য রেজিষ্টেশন ও বেতন ফি দেওয়া কার্যক্রম। আর কলেজে বসেই শিওর ক্যাশের মাধ্যমে এ ফি আদায় করছে একটি সিন্ডিকেট চক্র। খবরটি সচেতন মহলে ছড়িয়ে পড়লে ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধে প্রতিবাদের আওয়াজ তুলেন সর্বমহল। সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপকালে নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রছাত্রীরা জানান, রেজিষ্টেশন ফি ও বেতন দিতে গেলে কম্পিউটার পরিচালকরা সরকারি কলেজের মধ্যে তাদের নিজেস্ব ব্যবস্যা পরিচালনা করেন। এতে করে আমাদের নানা সমস্যায় পড়তে হয়েছে। শিওর ক্যাশ নিয়ে ব্যস্ত থাকা কম্পিউটার অপারেটর ক্লাস রোলের উপর ভিত্তি করে মৌখিকভাবে একটি ফি নির্ধারণ করেন। একেক সময় একেক ফি আসে শিওর ক্যাশে। অভিযোগ রয়েছে অতিরিক্ত টাকা আদায়ের। শিওর ক্যাশে কলেজের অফিসে টাকা দেওয়ার কোন নিয়ম নেই বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী বলেন, রেজিষ্টেশন ফি ও বেতন নিয়ে কোন অনিয়ম হয়নি। নিয়মনীতি মেনেই সুন্দরভাবে বেতন ফি নেওয়া হচ্ছে।