Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আল্লামা আব্দুর রহমান হুজুরের নাম রাজাকারদের তালিকায় আলেম সমাজে মিশ্র প্রক্রিয়া

প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর খলিফায়ে মাদানী আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার হুজুর এর নাম রাজাকারদের তালিকায় অন্তর্ভুক্ত করায় জেলাব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি স্বাধীনতা সংগ্রামের সময় জমিয়তে উলামায়ে হিন্দের অন্তর্ভুক্ত ছিলেন। তাঁর কোনদিন স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন স্বাধীনতা বিরোধী চক্রের সাথে উনার কোন সংস্পর্শ ছিলনা বলে দাবী করেন নেতৃবৃন্দরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি। শুধু তাই নয় তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জের আপামর জনতার মধ্যমনি ছিলেন। সকল শ্রেণীর মানুষ খুব শ্রদ্ধা ও ভালোবাসতো তাকে। তিনি ২০০৭ সালে ইন্তেকাল করেন। কিন্তু দুঃখের বিষয় ইন্তেকালের পূর্বে ওনাকে কোনদিন কেউ দেশদ্রোহী রাজাকারদের সাথে সম্পর্ক ছিল এমন দুঃসাহস কেউ দেখাতে পারেনি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়। আর উনার নাম উঠে আসে রাজাকারদের তালিকায় যাহা ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি। উনার কোনদিন এদের সাথে সংস্পর্শ ছিল না। সরকারকে অনুরোধ করবো উনার নাম তালিকা থেকে বাদ দিতে। না হয় এদেশের দেশ প্রেমিক ইসলামপ্রিয় তাওহীদি জনতা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। বিবৃতিদাতারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়খে পুরানগাও, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আব্দুল কাদির শায়খে কাটখালি, আল্লামা আব্দুর রব ইউসুফী সহ-সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম, মাওঃ আব্দুল্লাহ আকিলপুরী, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা, মাওঃ হুসাইন আহমদ নুরি চৌধুরী সভাপতি খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা, মাওঃ আরিফ বিল্লাহ সভাপতি খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা, মাওঃ আনোয়ার আলী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, মাওঃ আব্দুল কুদ্দুস নোমান, অ্যাডভোকেট সরোয়ার রহমান চৌধুরী, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ জুনাইদ আহমদ কাটখলী।