Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাজারো শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ অতিদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি শুক্রবার জেলার চুনারুঘাট উপজেলার ৬টি চা বাগানের প্রায় ১ হাজার শ্রমিকের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, চা শ্রমিকদের মদ নয়, ডিম ও দুধ খেতে হবে। তাহলে শরীরে পুষ্টি যোগাবে। সন্তানরাও শিক্ষিত হবে। ভাল চাকরি করবে। ধর্মঘটের নামে চা শিল্পকে ধংস করার ষড়যন্ত্র না করতে চা শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, পড়ালেখা করে চা শ্রমিক পরিবারের বেশ কয়েকজন এ বছর পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে। তারা প্রত্যেকেই দরিদ্র। তাদের পরিবার ডিম, দুধ খাইয়েছে। লেখাপড়া করিয়েছে। যদি মাদক সেবন করতো তবে তাদের সরকারি চাকরি হতোনা। তারাই একদিন থানার ওসি হবে। পরিবারের জন্য সুনাম বয়ে আনবে। তাই মাদক সেবন পরিহার করতে হবে। নিজেরা মদ পান করলে তার প্রভাব সন্তানদের উপর পড়বে। এটি মনে রাখতে হবে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমু চা বাগানের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র প্রমূখ।