Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫ উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘‘সৃজনশীল প্রতিভা বিকাশে সূনিপুন সোপান’’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জে ৫টি উপজেলায় অভিন্ন প্রশ্নপত্রে দেশের সর্ববৃহৎ বেসরকারী বৃত্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সদর উপজেলার হবিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সরকারী কলেজ, বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবাহান সরকারী কলেজ ও মাধবপুর উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী পরিচালক কাউছার আহমদ রুবেল, মোঃ শাহ আলম মিয়া, জেলা সমন্বয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম গোলাপ, মাওঃ আজিজুল ইসলাম খান, ডাঃ মাওলানা আব্দুল কাদির, হবিগঞ্জ সদর উপজেলা পরিদর্শন করেন কমিশনার অর্পনা পাল, প্রভাষক আলী হায়দার বাবুল, জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল আউয়াল সুমন, শায়েস্তাগঞ্জ উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন উপাধ্যক্ষ মাওঃ সাহাব উদ্দিন, মুফতি মাওঃ হারুনুর রশিদ, মোঃ সেলিম মিয়া, চুনারুঘাট উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, এস.এম সুলতান খান, জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী, বাহুবল উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সৈয়দ আব্দুল ওয়াদুদ, মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ আনোয়ার হোসেন, জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাফিজ তালুকদার, মাধবপুর উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন মোঃ সরওয়ার হোসেন, মোঃ আলিদ মিয়া ও তাজুল ইসলাম গাজী প্রমুখ। জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় কমিটির সদস্য এম.এ কাদির। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, উপজেলা পরিচালনা কমিটি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় পুলিশ প্রশাসন’কে সহযোগীতা করার জন্য শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক কাজী হাবিবুর রহমান সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।