Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজীবাজার বিদ্যূৎ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্টিত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শাহজীবাজার একশ মেগাওয়াট গ্যাস টারবাইন এ্যারোডেরিভেটিভ বিদ্যূৎ কেন্দ্র নির্মান প্রকল্পের পরিবেশগত ও আর্থ সামাজিক প্রভাব নিরূপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজীবাজার একশ গ্যাস টারবাইন বিদ্যূৎ কেন্দ্রের নির্মান প্রকল্প পরিচালক (তঃপ্রঃ) আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাওয়ার প্ল্যান এক্সপোর্ট কর্মকর্তা জালাল আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মুসলিম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা প্রকৌশলী জুলফিকার আহমেদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সকল ঘরে বিদ্যূৎ পৌছে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এ লক্ষ্যে পুরনের উদ্দেশ্যে “বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক হবিগঞ্জ জেলার শাহজীবাজারে একশ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহন করেছে। বিদ্যূৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের সমীক্ষার অংশ হিসাবে পরিবেশগত সামাজিক প্রভাব নিরূপন ও প্রশমন ব্যবস্থাপনা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকার পানিসম্পদ মন্ত্রনালয়ের একটি সরকারি ট্রাস্ট ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।