Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে সরকারী সেবা প্রাপ্তি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে সরকারী সেবা প্রাপ্তি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত কর্মশালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। ব্র্যাকের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সেন্টু গমেজ ও সেক্টর স্পেশালিষ্ট সুলতান মাহমুদ সুমন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমান, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যার আবুল কাশেম চৌধুরী বলেন, বর্তমান সরকার সব ধরনের সেবাকে মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে। এখন অধিকাংশ সরকারী সেবা ঘরে বসে পাওয়া যাচ্ছে। এটা সরকারের একটি যুগান্তকারী প্রদক্ষেপ। সভাপতির বক্তব্যে ইউএনও মামুন খন্দকার বলেন, নারী ও শিশু নির্যাতন বর্তমানে অনেকটাই হৃাস পেয়েছে, এখন যে কেউ কোন সমস্যায় পড়লে অথবা কেউ নির্যাতিত হলে সরকারী সেবা নাম্বারে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারছে, এর ফলে সমাজের অপরাধ প্রবণতাও কমে আসছে। সরকার যাচ্ছে সব ধরনের সেবা মানুষের হাতের নাগালে পৌছে দিতে। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে মাঠ পর্য্যায়ে এলক্ষ্যে কাজ করে যাচ্ছি। উক্ত কর্মশালায় সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।