Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে রাস্তায় প্রতিবন্ধকতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের সিমান্তবর্তী গ্রাম চেকানগরে এক নিরীহ পরিবারের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বারবার রাস্তার বেড়া অপসারণ করে দিলেও বল প্রয়োগ করে আবার বেড়া দিয়ে চলাচলে ব্যাগাত সৃষ্টি করা হয়েছে। থানা থেকে ৩০ কিলোমিটার দুরে হওয়ায় পুলিশ যথা সময়ে ঘটনাস্থলে পৌছতে পারে না। এ নিয়ে মিনারা খাতুন নামে এক মহিলা আদালতে প্রতিপক্ষ আব্দুল আলী ও আশ^ব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শত বছর পূর্বের গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে উল্লেখিতরা। মিনারার মামলায় আদালতের নির্দেশে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের তত্ত্বাবধানে এসআই শেখ আজহারুল ইসলাম ও এএসআই আব্দুল বাতেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকবার রাস্তার উপর থেকে বেড়া অপসারণ করে দেন। পুলিশ চলে আসলেই পুনরায় রাস্তার উপর আবার বেড়া তৈরি করে উশৃংখল লোকরা। এ ব্যাপারে ১ নং গাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, ‘চুনারুঘাট থানার ওসির অনুরোধে আমি ঘটনাস্থলে গিয়ে বেড়া অপসারণ করার চেষ্টা করি। কিন্তু এক পক্ষের মহিলা এত বেপরুয়া যে, কারও কথা শুনছে চায় না। পরে আমি ব্যর্থ হয়ে ফিরে আসি। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর থেকে সকল প্রতিবন্ধকতা সড়ানোর পরও পুলিশ চলে আসার পর আবার তারা বেড়া তৈরি করে। বার বার পুলিশ কড়া সতর্ক থাকার পরও এরা বেপরুয়া হয়ে আদালতের নির্দেশ অমান্য করে বিশৃংখলা সৃষ্টি করছে। পুলিশ তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে আদালতে প্রেরন করেছে।