Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধে মতবিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে ও খোলা বাজারে এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাঈস বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি বাবু রঞ্জু রায়ের সভাপতিত্বে ও নবীগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবেশ গোপের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ শিকদার কামরুল ইসলাস। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন- অরবিন্দু বণিক, আজিজুর রহমান, ডাঃ বাদল দাশ, ডাঃ এটিএম জাফর ইকবাল রতন, এড. অলক রায়, বিধান ধর, মিজান আহমেদ, এড. জালাল আহমদ, ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী, সিদ্দিক মিয়া, রণজিত ভট্টাচার্য্য, নিবারণ চকদার, সংগ্রাম চন্দ্র, অজিত বৈদ্ধ, বিপ্লব ভট্টাচার্য্য, অমেলেন্দু সুত্রধর, ভুবন দাশ, মাধব দেব, ঝন্টু রায়, নান্টু ভট্টচার্য্য, মিজান মিয়া, অনন্ত দাশ, দিপক দাশ, প্রভাষ দাশ, প্রনয় দাশ, দ্বীপন দাশ, সুহেল মিয়া, আশরাফ মিয়া, নিরুপম দেব, অসিৎ সুত্রধর, কাওছার আলম, সুকান্ত দাশ, রিলু দাশ প্রমূখ।