Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ২টি আইসক্রিম ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ একটি ফ্যাক্টরীকে সীলগালা ও জরিমানা ॥ আরেকটির মালিককে ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে নোংরা পরিবেশ, ভেজাল রং মিশ্রত এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া আইসক্রীম তৈরী করায় এক ফ্যাক্টরী মালিকের ৬ মাসের জেলসহ ৫ হাজার টাকা এবং অপর এক ফ্যাক্টরী সীলগালা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চলাকালে শায়েস্তাগঞ্জ দাউদনগরবাজার এলাকার ফারজানা আইসক্রীম ফ্যাক্টরীতে নোংরা পরিবেশ, ভেজাল রং মিশ্রত ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া আইসক্রীম তৈরী করায় ৫ হাজার টাকাসহ এর মালিক আশিক মিয়া (৪৫)কে ৬ মাসের জেল প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আশিক শায়েস্তাগঞ্জের চরহামুয়া গ্রামের জনাব আলীর ছেলে। এছাড়াও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় হাসপাতাল সড়কের গাউছিয়া আইসক্রীম ফ্যাক্টরীর ১০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরীটি সীলগালা করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার এএসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে বিএসটিআইয়ের আঞ্চলিক পরিদর্শক আজিজুল হক উপস্থিত ছিলেন।