Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার সাতটি উপজেলার সাতটি কেন্দ্রে একযোগে গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। এবারই প্রথম বারের মতো সংস্থাটির উদ্যোগে এই মেধস্থৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। স্কুল-মাদ্রাসার ১ম ও ২য় শ্রেণির মোট সাতশত ষাটজন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সংস্থার চেয়ারম্যান প্রফেসর ছাদিকুর রহমান মিরপুর পাইলটস্কুল এন্ড কলেজ কেন্দ্র, শায়েস্তাগঞ্জ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুল কেন্দ্র এবং চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও হবিগঞ্জ সদরে সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দিন একাডেমি, লাখাই শাহ বায়েজিদ (র:) ইসলামি একাডেমি, বানিয়াচং শাহ আবু নসর কোরাইশী দাখিল মাদ্রাসা ও নবীগঞ্জ দারুল হিকমাহ আলিম মাদ্রাসা কেন্দ্রে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিদর্শন করেন।