Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ওলি-গলিতে গড়ে উঠেছে ভাঙ্গারী ব্যবসা ॥ বাড়ছে চুরি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে ভাঙ্গারী ব্যবসা। আর এসব ব্যবসার আড়ালে বিভিন্ন সরকারী-বেসরকারী চোরাইল মাল বিক্রি করে তারা শুন্য থেকে কোটিপতি হয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে বিভিন্ন চোরাইমাল হকার ও টুকাইদের কাছ থেকে সল্প মুল্যে ক্রয় করে ট্রাক ও লড়ী বোঝাই করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাচার করছে তারা। এসব ব্যবসায়ীদের কোন ট্রেড লাইসেন্স নেই। সরকার থেকে কোন অনুমোদন ও দেয়া হয়নি। তবুও শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের নাকের ডগায় বসে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে শতাধিক ভাঙ্গারী দোকান রয়েছে। বেশীর ভাগ দোকানই দেখা গেছে সরকারী টিউব ওয়েল, সিএনজি অটোরিক্সা, টমটম, মোটর সাইকেলের বডি, সরকারী পাইপ, তারসহ বিভিন্ন জিনিষপত্র। কিন্তু এর কোন বৈধ কাগজপত্র নেই। অনুসন্ধানে জানা যায়, কোর্ট স্টেশন এলাকার এক বড় ভাঙ্গারী ব্যবসায়ী রয়েছেন তিনি শহরের বিভিন্ন চোরাই মাল টুকাই ও হকারদের কাছ থেকে ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। এর মাঝে রয়েছে বিপুল পরিমান চোরাই তার, টিউব ওয়েল, টমটমের বডি, মোটর সাইকেলের বডিসহ ইত্যাদি।
সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।