Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে খুব শীঘ্রই-উপ সচিব

স্টাফ রিপোর্টার ॥ এবার শায়েস্তাগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রনালয়ের উপ-সচিব আবু সাঈদ জামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা ও কলোনী পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রকৌশলী সাঈদ আহমেদসহ রেলওয়ে একদল পুলিশ। যারা দীর্ঘদিন ধরে রেলওয়ের খাস জমি ও সম্পত্তি জোর দখল করে আসছেন শীঘ্রই তাদের তালিকা তৈরি করে উচ্ছেদ করা হবে। তাছাড়া যারা লীজ গ্রহন করে বসবাস করছেন তাদের কাগজপত্র যাচাই-বাচাই করা হবে। অনুসন্ধানে জানা যায়, শায়েস্তাগঞ্জ দিঘীরপাড়, নিজগাও, জামতলী ও জংশন এলাকার পূর্ব-পশ্চিম দিকসহ বিভিন্ন স্থানে ২ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা রয়েছে। আর এর অধিকাংশই কতিপয় রেলকর্মকর্তারা ভাড়া দিয়ে মাসোয়ারা নিচ্ছেন। আবার অনেকেই প্রভাবশালী হওয়ায় জোর পূর্বক দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন।