Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সিরাজুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ৩ ছাত্রের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেসরকারী টিভি বাংলাভিশনের ‘ক্ষুদে প্রতিভার সন্ধানে’ পিএইচপি আল কোরআনের আলো এর চুড়ান্ত বাচাইয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নয়মৌজার ঘোলডোবা কাদমা জামেয়া সিরাজুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ ইউনুছ আলীর পুত্র হাফেজ মোঃ ফজলে রাব্বী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় স্কলার হিসেবে ১ম বিভাগে চতুর্থ স্থান লাভ করেছে। বিভাগীয় প্রতিযোগীতায় সে ২য় স্থান লাভ করেছিল।
একই মাদ্রাসার ছাত্র নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের হাফেজ রুহুল আমীন ওরফে সনজব আলীর পুত্র মোঃ মাহফুজুর রহমান (১২) এবং নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের হাফেজ আঃ হান্নানের পুত্র মাহাদী হাসান (১১) বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় এবং জাতীয় ১৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় খ গ্র“পে ও ক গ্র“পে ১ম বিভাগে ১ম স্থান অর্জন করে। মাহফুজ ও মাহাদী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান লাভ করেছিল। তাদের এ সাফল্যে জন্য আন্তর্জাতিক হিফজুল কোরআন বিষয়ক স্কলারদ্বয় প্রিন্সিপাল মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক হাফেজ ক্বারী মুসলিম উদ্দিন ও জামেয়ার ফাউন্ডার বিলাত প্রবাসী আলহাজ্ব বকর মিয়া দবীর শুকরিয়া জ্ঞাপন করেন।