Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসছে ১১ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪ জন ও সাংগঠনিক পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। গতকাল রবিবার মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে জমা দেন। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, শাহ্ নেয়াজ মিলাদ গাজী এমপি, সাবেক সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুন কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, অ্যাডভোকেট ফজলে আলী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিকী ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের পুত্র নিয়ামুল হক মোস্তফা রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট আবুল আজাদ ও মাহবুবুল আলম মালু। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন বুলবুল, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ মিয়া, অ্যাডভোকেট আব্দুল মুতাকিম চৌধুরী খোকন ও অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন। জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার দুপুর ১২টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে তারা জানান।