Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য ‘নির্দোষ’

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিতে ফেলানী হত্যার মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্যকে নির্দোষ বলে রায় দিয়েছে বাহিনীর নিজস্ব আদালত। বিএসএফের সূত্র উল্লেখ করে এ খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি জানায়, এই রায়ের পরে মুক্তি দেয়া হয়েছে বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার অমিয় ঘোষকে। বিএসএফের সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয় নি। সেনাবাহিনীর কোর্টমার্শালের সমতূল বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করেছে গতকাল। এই রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। অগাস্টের ১৩ তারিখ থেকে ফেলানী হত্যা মামলার বিচার চলছিল ভারতের কোচবিহার জেলায় সোনারি বিএসএফ ছাউনিতে। মোট পাঁচজন বিচারক গোটা বিচার প্রক্রিয়া চালান আর কোর্ট পরিচালনা করেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডি আই জি কমিউনিকেশনস সি পি ত্রিবেদী। উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে পশ্চিমবঙ্গের কোচবিহার চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া পেরনোর সময়ে ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। শুধু তাই নয়, হত্যার পর তারা ফেলানীকে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখে। দীর্ঘক্ষণ তাঁর দেহ বেড়ার ওপরেই ঝুলে ছিল। বিএসএফ অমীয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডধিবধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। ফেলানী হত্যার মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে তাঁর বাবা ও মামা ভারতে এসেছিলেন।