Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরিবেশ রক্ষা ও চা বাগানে বালু উত্তোলন বন্ধে বেলা’র মতবিনিময়

জালাল উদ্দিন রুমি, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান, চাকলাপুঞ্জি চা বাগান, বেগমখান চা বাগান, চন্ডি ছড়া চা বাগান এর শ্রমিকের উপস্থিতিতে বাগান ও ছড়া যথাক্রমে সুতাং নদী, বাদামবাড়ী নামক স্থান থেকে নিয়মিত অন্যায় ভাবে বালু উত্তোলন, মাটি খনন, গাছ কর্তন করায় ঘর বাড়ি ভেঙ্গে যায়, রাবার গাছসহ পাহাড় তলিয়ে যাচ্ছে ছড়ায়, কঠিনতর জীবন যাপন করছে বসবাস কারীরা, যে কোন মুহুর্তে একটু বৃষ্টি হলেই ছড়ার পারে বসবাসকারীরা সমুহ বিপদের সম্মুখিন হবে। বালুর গাড়ি বাগানীদের শ্মশান ঘাটের উপর দিয়ে যাচ্ছে। অনেক সময় শ্মশান ঘাটের মাটিও নিয়ে যাচ্ছে। দুঃখভরে দুলু বাগচি বললেন, বেঁচেও শান্তি নাই, মরেও নাই। শ্মশানের উপর গাড়ি যাওয়া মানে লাশের উপর দিয়ে গাড়ি যাওয়া একই কথা। বালু উত্তোলনের কারণে ফসলী জমিসহ রবিশস্যের জমি গুলো বিলিন হচ্ছে। চন্ডি ছড়া চা বাগানে মাজার সংলগ্ন বালু উত্তোলনের কারণে যে কোন মুহুর্তে সরকারী শ্রম কল্যাণ হাসপাতালটি বিলিন হয়ে যেতে পারে। ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ধানী জমি বিলিন হচ্ছে। অভিযোগকারী সাধন সাঁওতাল বলেন, প্রভাবশালী মহলের একটি অংশ নিয়মিত ভাবে এই কর্মটি করছে। চোখের পানি ফেলে চাকলা পুঞ্জির দেবী বলেন, রাতে ভয়ে ঘুম হয়না, সন্তানদের নিয়ে ভয়ে রাত কাটাই, কখন যে ঘর ভেঙ্গে ছড়ায় তলিয়ে যায়। জোয়াল ভাঙ্গা ডিভিশন এর চা শ্রমিক ইউনিয়ন এর সদস্য সনতা ভার্তা বলেন, খুব দ্রুততার সাথে এসব বন্ধ করা না গেলে একসময় এ বাগান গুলোকে অস্তিত্বের সম্মুখিন হতে পারে। এছাড়া সুতাং নদীর বালু খেখু জিতু মিয়া বালুকোরকে যতক্ষন পর্যন্ত বালু উত্তোলনে প্রশমিত না করা হবে, ততক্ষন পর্যন্ত চুনারুঘাট বিপর্যয় সমুহ সম্ভাবনায় রয়ে গেল। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগ সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩নং ইউপি চেয়ারম্যান সামসুন্নাহার বেগম, সাংবাদিক আবুল কালাম আজাদ, বেলা ফিল্ড অফিসার আল আমিন সরদার, বেলা নেটওয়ার্ক মেম্বার জালাল উদ্দিন রুমি, স্বপন সাওতালসহ স্থানীয় সুধীজন।