Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চীন সফরে যাচ্ছেন জাতিসংঘের সাব কমিটির মেম্বার জুয়েল মিয়া

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতিসংঘের সাব কমিটির মেম্বার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জুয়েল মিয়া চীন সফরে যাচ্ছেন আগামী ২ ডিসেম্বর। তিনি সেখানে সফরকালে বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম পরিদর্শন করবেন এবং তাদের সাথে বিভিন্ন সেমিনারে যোগদান করবেন। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উসাহ্যমূলক বক্তব্য দিবেন এবং সুডেন্ট ভিসা সম্পর্কে তাদেরকে ধারনা দিবেন। এছাড়াও তিনি সুডেন্টেদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন ভবির্ষতে ছাত্র-ছাত্রীরা যেন জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যেন ভাল কিছু করতে পারে। পরে তিনি চীনের পরাষ্ট্রমন্ত্রী ওয়াং য়াই সাথে সৌজন্য সাক্ষাত করবেন। চীনের পরাষ্ট্রমন্ত্রী জুয়েল মিয়ার পূর্ব পরিচিত। এর আগে তিনি জাতিসংঘের সদর দফতরে অনেকভার সৌজন্য সাক্ষাত করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে। বিদায় বেলা তিনি চীনে বসবাসরত বাংলাদেশী ভাইবোনদের সাথেও দেখা করবেন। জুয়েল মিয়া চীন সফর শেষে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তাদের সাথে রোহিঙ্গার সমস্যা সমাধানের জন্য আলোচনা করবেন। তিনি বাংলাদেশে সফরকালে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল কলেজে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন এবং বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা জাতিসংঘের মাধ্যমে বিশ্বের দরবারে যেন বাংলাদেশের নাম তুলে ধরবে। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মমিন-এর সাথে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমিতা গ্রামের হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল মিয়া। তিনি বর্তমানে স্ট্যাইট ইউনিভারসিটি অব নিউয়র্ক-এ অধ্যায়নরত আছেন।