Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উন্নত জাতি গঠনের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার-রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে দেশের উন্নয়ন, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহ সম্পর্কে জনগণকে অবহিত করণ এবং সক্ষৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন-আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত দেশ গঠনের পাশাপাশি উন্নত জাতি গঠন করা। যে কোনো উন্নত জাতি গঠনের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। শুধু একজনের মেধা দিয়ে সবকিছু হয় না। উন্নত দেশ উন্নত জাতি গঠনে সকলের অন্তরে মেধার সঙ্গে দেশাত্মবোধ, মমতাবোধ থাকা প্রয়োজন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানী আয় বৃদ্ধি পাচ্ছে। নারীর মক্ষতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো, গরিব মানুষের জন্য শৌচাগার ও স্বাস্থ্য সুবিধা প্রদান এবং শিশুদের টিকাদান কার্যক্রম অন্যতম। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে অন্যতম হলো-শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। নারী শিক্ষাকে উৎসাহিত করতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি কার্যক্রম। সমাজের প্রতিটি স্তরে নারী অংশগ্রহণকে নিশ্চিত করতে গৃহীত হয়েছে নানামুখী পদক্ষেপ। বাংলাদেশ নারীর মক্ষতায়নে অনেকদূর এগিয়েছে। পোশাকশিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ। আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী। দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই উন্নত দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।