Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পল্লী বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে প্রতারণা ॥ এজেন্ট ব্যাংক কর্মকর্তা জনতার রোষানলে ॥ কার্যালয় সিলগালা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুতের শতশত গ্রাহকদের কাছ থেকে বিলের কয়েক মাসের টাকা জমা না দিয়ে প্রতারণা করে নিয়ে গেছে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের দুই ব্যক্তি। এ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে চরমক্ষোভ বিরাজ করেছিল। গতকাল সোমবার সকালে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের সিলেট বিজনেস ডেভেলপমন্টে নির্বাহী কর্মকর্তা মোকাদ্দেছ আলী উপজেলার জগদীশপুর অগ্রণী এজেন্ট ব্যাংকিং কার্যালয় বন্ধের নোটিশ টাঙ্গাতে গেলে ভুক্তভোগী পল্লী বিদ্যুতের শত শত গ্রাহক তাকে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। মুক্তিযোদ্ধা এনাম খা সহ ভুক্তভোগী গ্রাহকরা জানান, বছর খানেক আগে জগদীশপুর বাজারে বিশ্বনাথ কর্মকারের একটি ঘর ভাড়া নিয়ে অগ্রণী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। ওই শাখায় জগদীশ ইউনিয়নের কয়েকটি গ্রামের গ্রাহক সহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত গ্রাহক পল্লী বিদ্যুতের বিলের টাকা জমা করেন। কিন্তু ওই শাখার দায়িত্ব প্রাপ্ত লোকজন ৩/৪ মাসের টাকা নিয়মিত পল্লী বিদ্যুতের তহবিলে জমা না দিয়ে নিজেরা নিজেদের মধ্যে রেখে দেয়। পল্লী বিদ্যুতের লোকজন টাকা না পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রাহকরা জানতে পারে তাদের টাকা জমা হয়নি। এ নিয়ে ৩/৪মাস ধরে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। সোমবার সকালে অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার সিলেট বিজনেস ডেভেলপমন্টে নির্বাহী কর্মকর্তা মোকাদ্দেছ আলী কার্যালয়টি বন্ধের নোটিশ নিয়ে জগদীশপুর গেলে বিক্ষুব্ধ গ্রাহকদের কবলে পড়ে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বিক্ষুব্ধ জনতার কবল থেকে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে প্রতারণার শিকার পল্লী বিদ্যুতের কয়েকশত গ্রাহক অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মিজানুর রহমান চকদার, পল্লী বিদ্যু সমিতির নোয়াপাড়া জোনের ডিজিএম মোশারফ হোসেন ঘটনাস্থলে আসেন। বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ও অগ্রণী এজেন্ট ব্যাংক চান্দুরা শাখার দুই কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি আলাপ আলোচনার মধ্যে ১৫ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রাহকরা শান্ত হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার স্থানীয় চেয়ারম্যান ও ব্যাংক কর্মকর্তা এবং এলাকাবাসীর উপস্থিতিতে কার্যালয়টি তালাবদ্ধ করে দেন। পল্লী বিদ্যু সমিতির নোয়াপাড়া জোনের ডিজিএম মোশারফ হোসেন বলেন, ব্যাংকের সাথে পল্লী বিদ্যুতের যেভাবে চুক্তি হয়েছিল তারা চুক্তিমতে কাজ করেনি। যার ফলে এমন অনিয়মের ঘটনা ঘটেছে। তবে সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে গ্রাহকরা কোন রকমের ভোগান্তির মধ্যে না পড়েন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এ ধরনের অনাকাংখিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলোচনার ভিত্তিতে একটি সমাধানে যাওয়া হয়েছে।