Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক নির্মূলে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন-রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মাদক ও সন্ত্রাস বিষয়ক মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন রতন চন্দ্র গোস্বামী। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সিগারেট মাদকের প্রথম ধাপ এর ম্যাধমেই শুরু হয় একজন মাদকাসক্ত মানুষের পথচলা। সিগারেট এমন একটি পণ্য যা ধূমপানের জন্য গ্রহণ করা হয়। তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সাথে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভিতর পুড়ে সিগারেট তৈরি করা হয়। সিগারেটের এক প্রান্তে আগুন জ্বালিয়ে অন্য প্রান্তে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। যে প্রান্তে মুখ দিতে হয় সে প্রান্তে সচরাচর বিশেষ ফিল্টার থাকে। সিগারেট হোল্ডার দিয়ে ও অনেকে ধূমপান করে থাকেন। সিগারেট বলতে সাধারণত তামাকের তৈরি সিগারেট বোঝানো হলেও বিশেষভাবে এটি যে কোন ধরনের উপাদানকে নির্দেশ করে। যেমন, গাঁজা দিয়ে ও সিগারেট তৈরি হতে পারে। প্রযুক্তির এখন আমাদের একধরনের ব্যাধি হয়ে দাড়িয়েছে। প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের উন্নত সমাজ গড়ার প্রয়োজন ঠিক তেমনি এর অপব্যবহার ও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমাদের যুব সমাজকে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশিরভাগ অপরাধ কর্মকান্ডের সূত্রপাত হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তির মাধ্যমে আমরা নিজেদের বন্দি করে দিচ্ছি অদৃশ্য জেল খানায়। আমরা অনেকেই হয়তো বলতে পারবো না শেষ কবে মন ভরে আকাশ দেখেছি। এসবের জন্য আমাদের পারিবারিক ভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।