Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩ ডিসেম্বর লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ॥ শীর্ষ দুই পদে নতুন মুখের সম্ভাবনা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩ ডিসেম্বর। এ সম্মেলনের মাধ্যমে আসবে দল পরিচালনায় নতুন নেতৃত্ব। এ সম্মেলন আয়োজনের প্রস্তুতি এখন প্রায় চুড়ান্ত। গঠিত হয়েছে একাধিক উপ-কমিটি। সম্মেলন কমিটির আহ্বায়ক ও বর্তমান উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বলেছেন-এ সম্মেলন হবে স্মরণকালের মধ্যে সবচেয়ে সুশৃংখল ও বর্ণাঢ্য।
দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, এ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে আসবেন ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব। থাকবে নতুন চমক। দলের দুটি শীর্ষ পদে (সভাপতি-সাধারণ সম্পাদক) আসতে পারে নতুন মুখ। এ দুটি পদে কারা আসছেন এমন প্রশ্নের উত্তর দায়িত্বশীলরা কৌশলে এড়িয়ে গেলেও এই নিয়ে রয়েছে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে নানা হিসাব নিকেশ।
মাঠ পর্যায়ের গুঞ্জনে শীর্ষ দু’টি পদে যাদের নাম শুনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন উপজেলা বর্তমান সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ওই পদে এ পর্যন্ত একজনের নামই শুনা যাচ্ছে। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে আছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হুসেন বেনু, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মামুন, বর্তমান সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, বর্তমান আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যাদের আসার সম্ভাবনার কথা শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন অনেকেই। অবশ্য যাদের নাম আলোচনায় আসছে তাদের মুখ থেকে এ নিয়ে মন্তব্য পাওয়া যায়নি। কেউ কেউ ওই সব শুনা কথা বলে উড়িয়ে দিয়েছেন। সম্মেলন প্রস্ততি কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা উপজেলা বেশ কয়েক জন নেতা জানান, আগামী ৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রবীণ-নবীনের সমন্বয় ঘটবে। স্থান হবে ত্যাগী ও মেধাবীদের। লাখাই উপজেলা আওয়ামীলীগের সর্ব শেষ সম্মেলন ২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল।