Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আব্দুল্লাপুরে এক পরিবারের উপর হামলার ঘটনায় গ্রামবাসী প্রতিবাদ সমাবেশ

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এক পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনায় গ্রামবাসী প্রতিবাদ ও সমাবেশ করেছে। গতকাল শনিবার রাত ৮ টায় আব্দুল্লাপুর-সৈয়দাবাদসহ আশপাশের গ্রামের ৫’শ শতাধিক লোক এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ তপন দাস, শংকর রায়, ঠাকুর ধন দাস, কোকিল শুল্ক্য বৈদ্য, দীপক রায়, বিকাশ দাস, রবিন্দ্র রায়, বেরতি মোহন রায়, শৈলেস দাস, হরিপদ রায়, অনিল বৈদ্য, মিলন বৈদ্য, পিঙ্কু দাস, মানিক দাস, অবনি দাস, রানা দাস, রনব দাস, ডাঃ রঞ্জিত দাস, সুমিত দাস, সুবাস শুল্ক বৈদ্য, রুবেল দাস, নিতাই দাস, অজয় দাস, সৈয়দাবাদ গ্রামের সাবেক মেম্বার সুরেন্দ্র সরকার প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন রমজেশ দাস। বক্তারা অবিলম্বে হামলা নির্যাতন, লুটপাটকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর দুপুরে বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর গ্রামের কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাপুর গ্রামের বিনয় কুমার, অতুল কৃষ্ণ ও পিঙ্কু দাসের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর-লুটপাট চালায়। এ ঘটনায় বিনয় কুমার দাস বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সদর থানায় ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পাবার সাথে সাথে মামলা রুজু করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।