Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন এলামনাই এসোসিয়েশন ইউকে এর সাধারণ সভা ও নৈশভোজ

ইংল্যান্ড প্রতিনিধি ॥ গত ১৮ই নভেম্বর সোমবার বৃন্দাবন সরকারী কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের ২০১৯ইং এ বছরের শেষ সভা ও ডিনার পার্টি বার্মিংহামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ রহমান অলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু এর পরিচালনায় প্রানবন্ত আলোচনায় উপস্থিত ছিলেন, ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সাবেক ছাত্র সৈয়দ মাহমুদুর রহমান বুলু, এডঃ মীর গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল আজিজ জুবায়ের (সাবেক ভিপি, বৃকসু), সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম এ মোন্তাকিম, সাবেক সভাপতি সালেহ আজহার খান পাপ্পু, হুমায়ুন কবির চৌধুরী, শাহ আশফাকুল কবির, শাহ মিজানুর রহমান দুলু, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, মারুফ চৌধুরী, সৈয়দ দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, মোতাব্বির আলী, বেবু চৌধুরী, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, আর ডি মিখন, দেবাশীষ বনিক দেবু, শফিউল আলম সজল, মামুন খান, বেলাল তালুকদার, জুলফিকার চৌধুরী সুমন, শামসুদ্দিন চৌধুরী ফয়সল, সোহাগ রহমান, আফজাল বর চৌধুরী, কামাল চৌধুরী, সাহেদ হাসান, মাসুদুর রহমান চৌধুরী মুবিন, আবু সাদাত মোঃ সায়েম খোকন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব শেখ সোহেল, এবি চৌধুরী অপু, জিয়া তালুকদার, উজ্জ্বল, মুশফিক উদ্দিন জিলানী, মাহবুবুর রহমান সোহাগ, রহমান তুহিন প্রমুখ। এছাড়াও অনেক অনেক সাবেক ছাত্ররা এপোলজি প্রকাশ করেছেন, অসুবিধার দরুন আসতে না পেরে তবে সর্বসম্মতিক্রমে যে কোন সিদ্ধান্তের সাথে তাদের একত্বতা প্রকাশ করেন। ২০০৯ সালে প্রতিষ্টিত সংগঠনটি বহু চড়াই উতরাই পার হয়ে আজ একটি সম্মানজনক পর্যায়ে এসে দাড়িয়েছে বলে উপস্থিত সকলেই একমত পোষন করেন। বিগত দিনের কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটি এখন বৃহৎ আকার ধারন করেছে এবং আরো বড় পরিসরে নেওয়ার তাগিদ অনুভূত হচ্ছে। সংগঠনে আরো সাবেক ছাত্র ছাত্রীদের সম্পৃক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় যাহা সিদ্ধান্ত (নি¤œরুপ) হিসাবে গৃহীত হয়। * সকলের মতামতের ভিত্তিতে সংগঠনটির নামে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সংগঠনটির নাম হবে “বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে”। কারন হিসাবে বক্তাগণ তাদের মতামতে যুক্তি তুলে ধরেন যে, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীদের সংগঠন গুলো আন্তর্জাতিক ভাবেই “এলামনাই” হিসাবেই পরিচিত এবং বর্তমানে বৃন্দাবন কলেজ এলামনাই যুক্তরাষ্ট্র সহ সবার সাথে যোগাযোগ রেখে কাজ করা। * শীঘ্রই নতুন কমিটি ঘোষনা এবং এলামনাই সদস্য বাড়ানো। * সকল সদস্যদের (সাবেক ছাত্র/ছাত্রী) নিয়ে একটি ডাটা বেইজ তৈরী। * বর্তমান ওয়াটস্আপ গ্রুপের নাম পরিবর্তন এবং সদস্য সংখ্যা পরিমার্জন,পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি। * সংবিধানকে আরো পরীক্ষা নিরীক্ষা করে সময়উপযোগী করা যাতে ভবিষ্যতে যেন আরো সুন্দর ভাবে সকল ধরনের কার্যক্রম সম্পাদন করা যায়। * সকল সাবেক ছাত্র ছাত্রীদের নিয়ে আগামী সামারে ২০২০ইং একটি “বৃন্দাবন কলেজ রিইউনিয়ন” অথবা পিকনিকের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।