Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমির আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট দেয়া অভিযোগের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার কর্মী জমির আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট দেয়া অভিযোগের তদন্ত শুরু করেছে সদর থানার পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ তদন্ত শুরু করে।
জমির নিজেকে একেক সময় একেক পরিচয় দিয়ে থাকে। একাধিকবার কারাভোগও করেছে সে। শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামের হাফিজ ভিলার বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র জমির আলীকে ২০১৭ সালে ৩১ মার্চ তৎকালীন সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক চাঁদাবাজির অভিযোগে জমিরকে গ্রেফতার করেন। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার পুলিশের নজরে আসে জমির আলী। তিনি যুক্ত হন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কার্যনির্বাহী কমিটিতে। নিজেকে ওই কমিটির সভাপতি হিসেবেও বিভিন্ন স্থানে পরিচয় দেন জমির আলী। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি দাবী করে তিনি সর্বত্র ঘুরে বেড়ান। যদিও এসব বিষয় অস্বীকার করছেন তিনি। আসকের নাম ব্যবহার করে মানুষকে বিভিন্ন ভাবে হয়রানীর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার সদর থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত শুরু করে। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।