Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের সুরমা চা বাগানে দুর্বৃত্তের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত ॥ পিস্তল উদ্ধার আটক ১ জন আটক

 

আজিজুল ইসলাম সজিব ॥ মাধবপুরে দুর্বৃত্তের হামলায় এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত এসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন ও কনস্টেবল সানোয়ারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি এবং কনস্টেবল ফয়েজ মাধবপুর চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আহত রুহুল আমিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। দুর্বৃত্তদের ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় হামলাকারী বায়েজিদ গোস্বামী (১৯) কে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যদের দেখার জন্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম হাসপাতালে ছুটে যান। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর মাধবপুর উপজেলার হরষপুর ফাড়ির এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের সুরমা চা বাগানে প্রবেশের রাস্তার পাশে চেক পোষ্ট বসানো হয়। রাত সাড়ে ৭ টার দিকে বাগানের ভেতর থেকে সামনে ও পিছনে দু’টি মোটর সাইকেল এবং মাঝে ২টি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসছিল। এ সময় সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সামনের ৩ যুবকবাহী মোটরসাইকেল ও দু’টি কার পুলিশের সিগন্যাল অমান্য করে এগিয়ে যায়। পেছনের দু’যুবকবাহী মোটর সাইকেলটি থামানেরা সিগন্যাল দিলে এর আরোহী এক দুর্বৃত্ত চিৎকার করে পুলিশকে গুলি করার জন্য বলে। এরই মাঝে পুলিশের নিকট মোটর সাইকেলটি এসে গতি কমিয়ে কৌশলে এসআই জিয়াউর রহমানকে জোরপূর্বক সাইকেলে করে বাগানের প্রায় অর্ধ কিলোমিটার ভিতরে নিয়ে যায়। সাথে সাথে সঙ্গীয় পুলিশ কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ার এবং কনস্টেবল ফয়েজ দৌড়ে পেছন পেছন গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে বাগানের ভেতরে দুবর্ৃৃত্তদের হামলায় উল্লেখিত ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে হরষপুর ফাড়ির এসআই রাকিবুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় হামলাকারী বায়েজিদ গোস্বামী (১৯) কে আহত অবস্থায় পুলিশ আটক করতে সক্ষম হয়। সে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দেরখোলা গ্রামের জসিম উদ্দিনের পুত্র। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধারনা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে মোটর সাইকেল ও কারযোগে ১০/১৫ দুবর্ৃৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করলে এরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহতদের মধ্যে এসআই জিয়া চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। কনষ্টেবল রুহুল আমীনের কোমর এবং পায়ের হার ভেঙ্গে গেছে বলে জানা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। কষ্টেবল সানোয়ারের ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে গেছে। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে রাতে পুলিশ মাঠে নেমেছে।