Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার আদর্শবাজারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বাজার মনিটরিং, দৃব্যমূল্যের উর্ধ্বগতি, লবণ নিয়ে সৃষ্ট গুজব এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল বিকালে স্থানীয় আদর্শ বাজারে মোবাইল কোর্ট এর মাধ্যমে বেশী দামে পেয়াজ বিক্রি করায় ব্যবসায়ী আজিজুর রহমানকে ৫ হাজার, দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী আজিজ আহমেদ ৫ হাজার, মনির মিয়া ১০ হাজার, আব্দুল কাদির ১০ হাজার ও নৌশাদকে ১০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়। এছাড়া বিভিন্ন ফার্মেসীতে সরকার নিষিদ্ধ ঔষধ রয়েছে কি না তাও তদারকি করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী অসাধু পথ অবলম্ভন ক্রেতাদের সাথে প্রতারণা করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রয় করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযান পরিচালনার সময় নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় অনেক ব্যবসায়ীকে ধন্যবাদও জানান তিনি।