Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুর্ঘটনায় আহত হয়েও পরীক্ষা দিচ্ছে মুমিনা

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় টমটম অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মুমিনা আক্তার (১১) আহত হয়েও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাথমিক বিঞ্জান পরীক্ষা দিয়েছে সে। গত ২০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় নিশাপট গ্রাম থেকে শায়েস্তাগঞ্জে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দেউন্দি মোড়ে পৌঁছুলে টমটম অটোরিক্সা ও বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। টমটমটি উল্টে যায় এতে টমটমের যাত্রী মুমিনা, আমিনা খাতুন ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ইন্টার টেষ্ট পরীক্ষার্থী তাহমিনা আক্তার (১৬) আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাযেস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তারকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে মুমিনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহার আত্বীয়স্বজন ও নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে পরে নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবিদুর রহমানের সহযোগীতায় পরীক্ষা দেয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজামান জানান, মুমিনার লেখা-পড়ার আগ্রহ দেখে বাধা দেয়নি। কারন এ বছর পরীক্ষা না দিলে ১বছরের জন্য পিছিয়ে যাবে। আমি তাকে সহযোগিতা করি। আমি মনে করি সে অনেক বড় হবে। কারণ তার লেখাপাড়ার প্রতি অনেক আগ্রহ। পরীক্ষা শেষে তাকে আবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় আত্বীয়স্বজন ও ওহিদুজ্জামান পরে কর্তব্যরত চিকিৎসক মুমিনাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।