Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং রতœা হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ স্মৃতিচারণ সভা

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার রতœা হাইস্কুলে মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক সভায় মুক্তিযুদ্ধকালীন টাকেরঘাট সাব-সেক্টরের দুর্ধর্ষ গেরিলা বাহিনী “দাসপার্টির” যোদ্ধা, সাবেক চেয়ারম্যান ও ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী মমিন দেড় ঘন্টা ব্যাপী ছাত্র-ছাত্রীদের ৪১টি প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় বঙ্গবন্ধুর সাথে কোন স্মরণীয় স্মৃতি বিষয়ক প্রশ্নোত্তরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, ৭০ সালে আজমিরীগঞ্জ বঙ্গবন্ধুর লঞ্চঘাটে ভিড়ার আগেই দুর থেকে বানিয়াচঙ্গের আওয়ামীলীগের সাধারণ কর্মী মাজুম উল্লাকে নাম ধরে ডাকতে থাকেন, তা শুনে সবাই চমকে যায়। এতে বঙ্গবন্ধুর স্মৃতিশক্তির প্রমাণ পাওয়া যায়। অপর এক প্রশ্নোত্তরে ’৭১ এর ১৬ নভেম্বর দিনব্যাপী বদলপুর সম্মুখ যুদ্ধের কাহিনী বর্ণনা করেন। যুদ্ধে কমান্ডার জগৎ জ্যোতি দাস পিছন থেকে কমান্ডিং ও এল.এম.জি দিয়ে গুলিবর্ষনরত অবস্থায় পাকবাহিনীর ব্রাশ ফায়ারে নিহত হলেও সামনে থেকে যুদ্ধ করেও বেঁচে যাওয়ার বর্ণনা করেন। মুক্তিযোদ্ধা মমিন গাজী হয়ে ৪৮ বছর দেশের সার্বিক অগ্রগতি প্রত্যাশা ও অবয় এর অভিজ্ঞতা নিয়েও মন্তব্য করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান শিক্ষক আবু তাহেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রবোদ চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান শেখ তানভীর হোসাইন পলাশ, লালচান দাশ, আলমপুর স্কুলের প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাশ, টুপিয়াজুরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ মিয়া, রতœা হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আরতি রানী দাশ, দীপক কুমার দাশ, অবিনাশ দাশ, জাহাঙ্গীর হোসেন, দেবাশীষ বিশ্বাস, এম.এ আল-আমিন, মোজাম্মেল হোসাইন, নিবেদিতা চক্রবর্তী প্রমুখ।