Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রতি কেজি পেয়াজ ৫৫-৬০ টাকার বেশি বিক্রি করলেই ১ লাখ টাকা জরিমানা-ইউএনও

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকার বেশি বিক্রি করলেই বিক্রেতাকে জরিমানা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। গতকাল সোমবার বিকেলে পেঁয়াজের দাম বেশি রাখায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে এ হুশিয়ারি করেন তিনি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে ইউএনও তৌহিদ-বিন-হাসান বলেন, পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকার বেশি রাখলেই জরিমানা করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার হুঁশিয়ারি দিয়ে ব্যবসায়ীদের উদ্দ্যোশে ইউএনও বলেন, কোনো অবস্থায়ই ৫৫-৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রতিটি দোকানে পেঁয়াজের মূল্য তালিকা টাঙাতে হবে, পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করতে হবে। কোনো ক্রেতার সঙ্গে কোনোভাবেই প্রতারণা করা যাবে না। পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। এক্ষেত্রে কাউকে ছাড় দেব না। অভিযানকালে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে কালিপদ ষ্টোরকে ১ হাজার ও অপু রায়ের ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৭০০ কেজি পেঁয়াজ ইউএনও উপস্থিত থেকে ৫৫ থেকে ৬০ টাকার কেজি ধরে বিক্রি করেন।