Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সাবেক মেম্বারকে প্রতিবন্ধি ভাতার ৪০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দিলেন ইউএনও

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার লিটন চন্দ্র দাশের বিরুদ্ধে প্রতিবন্ধির ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, বিগত ২০১৪ সালে করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ধরঞ্জনের স্ত্রী স্বপ্না রাণী দাশ এর নামে বিধবা ভাতার বই দিয়ে প্রতি মাসে ৫’শ টাকা এবং ২০১৫ সালে একই গ্রামের মৃত সুরেন্দ্র দাশের পুত্র প্রতিবন্ধি সমিরন দাশের নামে প্রতিবন্ধি ভাতা প্রতিমাসের ৭শ টাকা করে সাবেক ইউপি মেম্বার লিটন চন্দ্র দাশ উত্তোলন করেন বলে অভিযোগ উঠে। প্রতিবন্ধি ও বিধবার বইয়ের টাকা সাবেক মেম্বার তুলে নেওয়ার অভিযোগ পেয়ে বই দু’টি ব্যাংক থেকে নিয়ে আসেন নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুন নুর। এদিকে বই আটকের খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে সাবেক ইউপি সদস্য লিটন দাশ সহ কয়েকজন সমাজ সেবা অফিসে গিয়ে সমাজ সেবা অফিসারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় সমাজ সেবা অফিসার আব্দুন নুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানকে অবহিত করেন। তিনি বিষয়টি নিয়ে তার অফিসে বসেন। এ সময় বিধবা মহিলা স্বপ্না রাণী দাশ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার টাকা পাওয়ার কথা স্বীকার করেন। তবে প্রতিবন্ধি সমিরন দাশ বলেন আমি কোন ভাতার টাকা পাইনি। সাবেক মেম্বার লিটন তার ভাতার টাকা পাওয়ার কোন সত্যতা প্রমাণ করতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান প্রতি মাসে ৭’শ টাকা হারে ৪০ হাজার টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের নিকট ২ সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করবেন মর্মে সময় নেন।