Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পৌরএলাকার ড্রেনে টয়লেটের সংযোগ ॥ দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী মেয়র বললেন বিষয়টি আমার জানা নেই

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার নাছিরনগর সড়ক প্রাণিসম্পদ হাসপাতাল থেকে প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত খোলা ড্রেনে নিষ্কাশিত হচ্ছে টয়লেটের মলমূত্র সহ বর্জ্য। অপরিকল্পিত ড্রেনের সম্মুখভাগ উচু হওয়ায় মলমূত্র জমে এক অসহনীয় দূর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। দু’পাশের বাসিন্দারা আছেন বিপাকে। অপরদিকে প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা নাকে রুমাল দিয়ে ক্লাসে অংশ নিতে দেখা যায়। এ অব্যবস্থাপনার প্রতিকারের যেন নেই কোনো কর্তৃপক্ষ। এলাকার বাসিন্দা কাউছার আহম্মেদ, মোবারক উল্লা, মাহবুব হোসেন, সনজিত রায় সহ অনেকেই জানান নতুন ড্রেন করার পর থেকে তাদের দূর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। পৌর সভার ভিতরে ড্রেনের উপরে স্ল্যাব দেয়ার কথা থাকলেও মাধবপুর পৌরসভায় যেন এদিকে কারো নজর নেই। স্থানীয় পৌর কাউন্সিলর সুরঞ্জন পাল জানান, ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ে ত্র“টি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরিষদে আলোচনা করে ড্রেনের ময়লা সরানোর জন্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটু ঢালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত ড্রেনের উপরে স্ল্যাব দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে মেয়র হীরেন্দ্র লাল সাহার সঙ্গে মুটোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না আমি খবর নিয়ে দেখব।