Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপরাধ নির্মুলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন ওসি-রঞ্জন কুমার সামন্ত

স্টাফ রিপোর্টার ॥ সমাজ থেকে অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ এবং সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে। সমাজের কোথায় কি অপরাধ সংঘটিত হচ্ছে এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, পুলিশ তাৎক্ষণিক এসব অপরাধীদের গ্রেফতারে অভিযান চালাবে। গতকাল গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় এসব কথাগুলো বলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত। তিনি আরো বলেন যতদিন বানিয়াচংয়ে আছি চুরি, ডাকাতি, গ্রাম্য দাঙ্গা, মদ, গাজা, জুয়া, ইয়াবাসহ সকল ধরণের অপরাধ নির্মুলে কাজ করে যাব। এক্ষেত্রে কাউকেই নূন্যতম ছাড় দেয়া হবে না। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, সাংবাদিক এম এ তাহের, কামরুল হাসান কাজল, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শেখ জোবায়ের জসিম প্রমুখ।
উল্লেখ্য, ওসি রঞ্জন কুমার সামন্ত বানিয়াচং থানায় যোগদানের পর গত একমাসে সাজা প্রাপ্ত, চুরি, ডাকাতি, অপহরণ,দাঙ্গাসহ বিভিন্ন অপরাধে আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত বিভিন্ন মামলার ১শ ৩জন পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।