Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বারাপৈলের জয়নাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বারাপৈল গ্রামের সমাজসেবক ও যুবলীগ নেতা জয়নাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছেন গ্রামবাসী। গতকাল বুধবার রাত ৮টায় বারাপৈল গ্রামে আলহাজ্ব হারুনুর রশীদ সাহিদের সভাপতিত্বে ও মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ জয়নাল আবেদীন চাঁন মিয়া, মোঃ আলী হায়দার, মোঃ হিরাজ মিয়া, ছন্দু মিয়া, শামীম আহমেদ, হাবিবুর রহমান ঝাড়-, শ্রমিক নেতা ফুল মিয়া, কবির আহমেদ, এনামুল হক, তাজুল ইসলাম, সোহেল মিয়া, শায়েস্তা মিয়া, নুর ইসলাম, মর্তুজ আলী, ইউসুফ আলী, বাবু নিতেশ গোপ, সসীমন গোপ, ফটিক মিয়া, মোঃ ফরিদ মিয়া, দিদার আলী, জনাব আলী, দিগেন চন্দ্র গোপ, আফসার আলী, আহাম্মদ আলী, ফয়জুল হক, আব্দুস সোবহান, আব্দুল মুহিত। এ সময় বক্তারা জয়নাল মিয়ার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একই গ্রামের সমুজ আলীর পুত্র মেহের আলী গংরা মিলিত হয়ে জয়নাল মিয়ার মান সম্মান ক্ষুন্ন করতে সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। তারা বলেন, জয়নাল মিয়া এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন কাজ করে আসছেন। মেহের আলী গং জয়নাল মিয়ার বিরুদ্ধে এলাকায় আধিপত্যসহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করিয়েছে তা আদৌ সত্য নয় বলে তারা জানান। সমাবেশে মেহের আলী গংদের বিচার দাবি করেন গ্রামবাসী। অন্যথায় তারা আইনানুগসহ সামাজিকভাবে তাদেরকে বয়কট করার হুশিয়ারী দেওয়া হয়।