Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের ২ জন নিহত ॥ আহত ৬

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বি-বাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় বানিয়াচংয়ের ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৬জন। নিহতরা হলেন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের তাম্বুলিটুলা মহল্লার সোহেল মিয়ার কন্যা আদিবা আক্তার ছোয়া (২) ও বড়ইউড়ি ইউনিয়নের মর্দনমুরত গ্রামের আইয়ুব হোসেনের পুত্র আল আমিন মিয়া (৩৪)। আহতরা হলেন, নিহত আদিবার বাবা সোহেল মিয়া (২৮), তার স্ত্রী নাজমা বেগম (২৫), আদিবার ভাই নাফিস আহমেদ (৬), সোহেল মিয়ার শ্বাশুড়ি রেনু বেগম (৪৫), মর্দনমুরত গ্রামের মনু মিয়া (৪০) ও একই গ্রামের শামিম মিয়া ( ২২)। আহত সোহেল মিয়ার পারিবারিক সুত্রে জানায়, সোহেল কিছুদিন পূর্বে চট্টগ্রামের কলসি দিঘীর পাড়ের একটি গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। সম্প্রতি কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন সোহেল। ছুটি শেষ করে তার কর্মস্থলে যাওয়ার জন্য গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ রেল জংশন থেকে পরিবার নিয়ে ট্রেনে উঠে। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা নিহতদের আঙ্গুলের চাপ নিয়ে তাদের পরিচয় সনাক্ত করেন। এদের মধ্যে বানিয়াচংয়ের ২ জন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহত সোহেল, নাজমা, রেনু বেগম, মনু মিয়া, শামিম ও নাফিসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত পরিবারের প্রত্যেককে স্থানীয় প্রশাসন তাৎক্ষনিকভাবে ২৫ হাজার টাকা প্রদান করেছেন। অন্যদিকে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার নিহত ২জনের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।