Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরীর নামে বরাদ্দকৃত ১০টি প্রকল্পে ১৬ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জেলার উন্নয়ন কাজে মনোনিবেশ করেছেন। এমপি মনোনীত হওয়ার পর তাঁর নামে বরাদ্দকৃত ২০১৩-১৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংষ্কার কর্মসূচির আওতায় গৃহিত ১০টি প্রকল্পে ১৬ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ সদরের বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১লাখ ৯৪ হাজার ৫০০, বাহুবলের স্নানঘাট রইছগঞ্জ বাজার মুদারপুর গ্রামে কবরস্থান হতে অমৃতা রাস্তায় মাটি ভরাট ১লাখ ৫৫ হাজার, পুটিজুরী বাজার হতে যাদবপুর গ্রামের ভিতর বৃন্দাবন বাগান স্কুল পর্যন্ত রাস্তা মাটি ভরাট ১ লাখ ৭৫ হাজার, বাহুবল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাপুর গ্রামের পূর্ব দিক হতে উত্তর দিকে পানিউমদা পাকা পুল পর্যন্ত মাটি ভরাট ১লাখ ৫৫ হাজার, শিমুল তলা হতে কবরস্থান পর্যন্ত মাটি ভরাট ১লাখ ৫৫ হাজার, নবীগঞ্জের দিনারপুর কলেজের নতুন ভবনের জন্য মাঠির মাটি ভরাট ১লাখ ৯৪ হাজার, জগন্নাথপুর অশোক দাশের জমির সামন থেকে শাকতি হাটি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ১ লাখ ৫৫ হাজার, হাজী আনজব আলী হাইস্কুলে মাঠে মাটি ভরাট ১লাখ ৫৫ হাজার, চুনারুঘাটের বিশ্বরোড হতে গুরমুড়ি খাল পর্যন্ত কাঁচা রাস্তা মেরামত ১লাখ ৫৫ হাজার ও বাহুবলের জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাট এবং জগতপুর-মানিকপুর রাস্তা মাটি ভরাট ১লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।